একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মশালার উদ্বোধন

গতকাল বৃহষ্পতিবার সকালে উপজেলা বিআরডিবি হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অন্ষ্ঠুন ও কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, কৃষি কর্মকর্তা রমেন্দ্র নাথ বাড়ৈ। বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ কর্মকর্তা বখতিয়ার উদ্দিন, মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, পল্লী উন্নয়ন সমবায় কর্মকর্তা সুপ্রিয়া বর প্রমুখ। উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন এ প্রকল্পের আওতায় নেয়া হয়েছে। মৎস্য চাষ, গবাদীপশু ও হাঁস-মূরগী পালনের উপরে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন। পর্যায়ক্রমে ১১টি বিষয়ের উপরে প্রশিক্ষণ দেয়া হবে।