কলেজ ছাত্রীকে যৌণ হয়রানীর অভিযোগে ৩ জন গ্রেফতার

করেছে পুলিশ। সংঘর্ষে আহত ৭ জন। থানায় মামলা দায়ের।

এজাহার ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার কাঠিরা গ্রামের সমরেশ হালদারের মেয়ে উপজেলা সদরের শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী শিলিকা হালদারকে কলেজে যাওয়া আসার পথে যৌণ হয়রানী করে আসছিল একই এলাকার অমূল্য অধিকারীর ছেলে মাছ ব্যবসায়ী বিনয় অধিকারী। এঘটনা শিলিকা তার ভাইদের জানালে তারা এর প্রতিবাদ করে। এতে বিনয় ক্ষুদ্ধ হয়ে এক সপ্তাহের মধ্যে শিলিকাকে বাড়ি থেকে তুলে নেয়ার হুমকি দেয়। শিলিকা হুমকির ঘটনা তার পরিবারকে জানালে গতকাল রোববার সকালে শিলিকার ছোট ভাই কমলেশ কাঠিরা বাজারে এঘটনা বিনয়কে জিজ্ঞেস করলে এক পর্যায়ে উভয়ের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে অভিজিত,সুরঞ্জিত সহ কমপক্ষে ৭ জন আহত হয়েছে। এসময় গ্রামবাসি এগিয়ে এসে বিনয়ের বাবা অমূল্য অধিকারী (৫৫),ভাই অমৃত অধিকারী (৩০) ও স্থানীয় আশিষ সরকার (১৯)কে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশের এসআই ফোরকান গিয়ে ৩ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এঘটনায় শিলিকার বাবা সমরেশ হালদার বাদী হয়ে ৯ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।মামলা নং-৮(২৬.৬.১১) স্থানীয় ক্ষমতাসীন দলের কতিপয় নেতা কর্মীরা দিনভর আটককৃতদের ছাড়িয়ে নিতে থানায় তদ্বির করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।