বরিশালে ছাত্র আন্দোলনের মিছিলে পুলিশী এ্যাকশন

ইসলামিক ছাত্র আন্দোলনের মিছিলে পুলিশী এ্যাকশনে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আটক করা হয়েছে ৮ নেতা-কর্মীকে।

জানা গেছে সংবিধানে আল্লাহর উপর পূর্ন আস্তা ও বিশ্বাস না রাখার প্রতিবাদে চরমোনাই’র পীরের ইসলামিক আন্দোলন বাংলাদেশ ১০ জুলাই হরতালের ঘোষনা দেয়। আজ বিকেল ৩টায় ইসলামিক ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা নগরীর লঞ্চঘাট থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিলটি নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হল প্রাঙ্গনে এসে অবস্থান নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশ নেতা-কর্মীদের উপর বেপরোয়া লাঠিচার্জ করে। একই সঙ্গে এক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এতে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে দ্বিগি¦বিদিক ছুটে যায়। মিছিল থেকে পুলিশ আট কর্মীকে আটক করে কোতোয়ালী মডেল থানা নিয়ে যায়।

ছাত্রনেতা আল আমিন জানান চরমোনাই কওমী শাখা ছাত্র আন্দোলনের সাধারন সম্পাদক মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে নগরীতে হরতালে সমর্থনে মিছিল বের হয়। পুলিশ অতর্কিতভাবে তাদের উপর ঝাপিয়ে পড়লে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তিনি জানান পুলিশ নেতা-কর্মীদের এলোপাথারীভাবে পিটিয়েছে। এতে সংগঠনের ২০/২৫ জন নেতা-কর্মী আহত হয়েছে।