কালকিনিতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ

চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের শপদ গ্রহন আজ রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। গত ১৯জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাকিদকের উপস্থিতিতে ইউএনও শাহ রিয়াজের  সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নুর-উর-রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভানেত্রী তাহমিনা সিদ্দিকী, কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ খালেকুজ্জামান ও পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার প্রমুখ। নবনির্বাচিত ১৪জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জেলা প্রশাসক নুর-উর-রহমান এবং ১৪ইউপির ১২৬জন সাধারণ সদস্য ও ৪২জন সংরক্ষিত মহিলা আসনের সদস্যকে শপদ বাক্য পাঠ করাণ ইউএনও শাহ রিয়াজ।

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগন- কামরুল আহসান সেলিম (সাহেবরামপুর), কামরুল আহসান নুর মোহাম্মদ মোল্লা (কয়ারিয়া), এম এ কুদ্দস বেপারী (শিকারমঙ্গল), মনিরুজ্জামান (আলীনগর), নুর মোহম্মদ হাওলাদার (কাজীবাকাই), কাজী সবুজ (ডাসার), শহিদুল্লাহ মারুফ (এনায়েতনগর), পুলিন বিহারী সরকার (নবগ্রাম), চানমিয়া সিকদার (চরদৌলত খাঁ), ফজলুল হক (লক্ষীপুর), মীর নাসির উদ্দিন (গোপালপুর), মহসিন পাইক (রমজানপুর), জাকির হোসেন ঢালী (বাঁশগাড়ি) ও মতিন মোল্লা (বালিগ্রাম)।