স্টাফ রিপোর্টার ॥ “ফাঁসি হবে বাংলাদেশে-দাফন হবে পাকিস্তান”-শ্লোগানে মুখর হয়ে উঠেছে গৌরনদী ও আগৈলঝাড়া। সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গত সাতদিন অতিবাহিত হওয়ার পর আটদিনের ন্যায় গতকাল মঙ্গলবারও বিভিন্ন কর্মসূচী অব্যাহত রয়েছে। আর এ কর্মসূচীতে নতুন করে যোগদিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমের কর্মীরা। জামায়াতের মঙ্গলবারের কেন্দ্রীয় কর্মসূচী প্রতিহত ও বিকেল চারটা থেকে চারটা তিন মিনিট পর্যন্ত প্রজন্ম চত্বরের আহবানে তিন মিনিটের নিরাবতা পালনের জন্য সকাল থেকেই গৌরনদীর মুক্তিযোদ্ধা চেতনা মঞ্চ ও আগৈলঝাড়ার গণ জাগরণ মঞ্চের সম্মুখে অবস্থান নিয়েছেন প্রগতিশীল প্রতিবাদী জনতা। প্রতিটি মঞ্চে প্রতিবাদী শ্লোগান, আবৃত্তি, গণসংগীত, আলোচনা সভা অব্যাহত রয়েছে।