আর্কাইভ

বিএম কলেজের অধ্যক্ষকে মারধরের ঘটনায় শিক্ষামন্ত্রীর ক্ষোভ – গ্রেফতারের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল সরকারি ব্রজমোহন (বি.এম) কলেজের নবযোগদানকারী অধ্যক্ষ শংকর চন্দ্র দত্তের ওপর আন্দোলনকারী শিক্ষার্থীদের হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের জন্য মন্ত্রী পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছেন। শিক্ষামন্ত্রণালয়ের এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, কলেজের আগের অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপাল দাসের বদলীর আদেশ ঠেকাতে ছাত্র কর্মপরিষদের সহসভাপতি মঈন তুষার ও সাধারণ সম্পাদক নাহিদ সেরনিয়াবাতের নেতৃত্বে গত ১৩ দিন ধরে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। এরইমধ্যে গত ১২ ফেব্রুয়ারি নবাগত অধ্যক্ষ শংকর চন্দ্র দত্ত কলেজে যোগদান করতে আসলে আন্দোলনকারী বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের ওপর হামলা চালিয়ে মারধর করে।

অপরদিকে অধ্যক্ষ প্রফেসর শংকর চন্দ্র দত্তের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে কলেজের সাধারন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে বরিশাল নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শেষে সাধারন শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে প্রতিবাদ সভা করেন। সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি অসিম দেওয়ান, সম্পাদক আঃ রাজ্জাক, বিএম কলেজের শিক্ষার্থী রফিক সেরনিয়াবাত, মাসুম হোসেন প্রমুখ। শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

আরও পড়ুন

আরও দেখুন...
Close
Back to top button