নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদীর বাটাজোরে গতকাল শুক্রবার সকালে চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন করেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
বাটাজোর ইউনিয়ন পরিষদের উদ্যোগে চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠান বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন বাবুলেল সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বক্তব্য রাখেন, বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহসভাপতি পরিতোষ কুমার মন্ডল, সমাজ সেবক রেজাউল করিম হাওলাদার, গৌতম কুমার বনিক, হুমায়ন কবির রিপন, অহিদ আল মামুন, আবু সায়েদ প্রমুখ। শেষে প্রধান অতিথি চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন করেন। টুর্নমেন্টে ১২ টি দল অংশ করবে। উদ্ধোধনী ম্যাচ গৌরনদী বন্দর গ্রমার একাদশ ও বাটাজোর একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।