Menu Close

পঞ্চাশ মণ জাটকা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের মেহেন্দিগঞ্জের তেতুঁলিয়া নদী থেকে গতকাল শনিবার সকালে কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে পঞ্চাশ মণ জাটকা ইলিশ মাছ উদ্ধার করেছে।

জানা গেছে, কতিপয় অসাধু জেলেরা চুপিসারে বরিশালের বিভিন্ন নদী থেকে জাটকা ইলিশ মাছ ধরে আসছিলো। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সদস্যরা মেহেন্দিগঞ্জের তেতুঁলিয়া নদীতে অভিযান চালিয়ে পঞ্চাশ মণ জাটকা ইলিশ মাছ উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত জাটকা মাছ নগরীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

Related Posts