Menu Close

বরিশালে মানবাধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা ॥ জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার পুনর্বীক্ষণ পদ্ধতির আওতায় প্রেরিত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদনের ওপর শনিবার সকালে বরিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন  মানবাধিকার ফোরামের আহবায়ক ও আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট সুলতানা কামাল।

সভায় বক্তারা বলেন, কোন কোন ক্ষেত্রে বাংলাদেশের মানবাধিকার পরিস্থতির উন্নতি যেমন হয়েছে, তেমনি কোথায়ও অবনতি বা আগেরন্যায় অপরিবর্তিত রয়েছে। সভায় প্রতিবদেন উপস্থাপন করেন মানবাধিকার ফোরমের ষ্টিয়ারিং কমিটির সদস্য জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র ডেপুটি ডিরেক্টর সানাইয়া ফাহিম আনসারি, প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন প্রমূখ।

Related Posts