আর্কাইভ

বরিশালে নকল সরবরাহ করার সময় ম্যাজিষ্ট্রেটের হাতে ধরা পরেছে শিক্ষক পিতা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের সাগরদী আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্রে রবিবার ইংরেজী পরীক্ষা চলাকালীন সময় অবৈধভাবে প্রবেশ করে মেয়েকে নকল সরবরাহ করতে গিয়ে ম্যাজিষ্ট্রেটের হাতে ধরা পরেছেন শিক্ষক পিতা। এ নিয়ে ওই এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, নগরীর বাঘিয়া আল-আমিন কামিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদ অবৈধ ভাবে ইংরেজী পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রে প্রবেশকরে তার মেয়েকে নকল সরবরাহর সময় কর্তব্যরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাপিয়া সুলতানার হাতে ধরা পরেন। ঘটনার সত্যতা স্বীকার করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাপিয়া সুলতানা জানান, এ ব্যাপারে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে তাৎক্ষনিক ভাবে ওই শিক্ষকের পরীক্ষার্থী মেয়ে সুমাইয়া বিনতে কালামের পরীক্ষার খাতা ৪৫ মিনিট রেখে দেয়া হয়েছে বলেও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উল্লেখ করেন। সাগরদী আলিয়া মাদ্রাসা কেন্দ্রের সুপার অধ্যক্ষ আশ্রাফ আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ শহিদুল আলম বলেন, খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

Back to top button