নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামে শনিবার রাতে একটি ধর্মীয় অনুষ্ঠানে এক তরুনীকে যৌণ হয়রানীর প্রতিবাদ করায় বখাটেদের হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ তিন বখাটেকে আটক করলেও গতকাল রবিবার দুপুরে রহস্যজনক কারনে আটকৃতদের ছেড়ে দেয়া হয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বিভিন্ন সুত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের মন্ডল বাড়িতে সার্বজনীন পূজা মন্ডবে শুক্রবার থেকে দু’দিনব্যাপী শ্বরস্বতী পূজার আয়োজন করা হয়। পূজা শুরু থেকে মন্ডবে আইন শৃংখলা রক্ষার জন্য থানার দু’জন পুলিশসহ স্থানীয় গ্রাম পুলিশ রাখা হয়। পূজার দ্বিতীয় দিনে শনিবার রাত সাড়ে ১০টার দিকে মন্ডবে আরতি প্রতিযোগীতা চলছিলো। এ সময় পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের ফয়সাল কবিরাজ, ইব্রাহীম কবিরাজ ও জুয়েল খলিফাসহ ৭/৮ জন বখাটেরা মঞ্চের পাশে বসা এক তরুনীকে বিভিন্ন ধরনের যৌণ হয়রানী শুরু করে। এতে বাঁধা দিলে বখাটেদের সাথে উপস্থিত লোকজনের বাকবিতন্ডা বাঁধে। এ ঘটনার জেরধরে পুলিশের উপস্থিতে বখাটেরা হামলা চালিয়ে যৌণ হয়রানীর প্রতিবাদী যুবক সুজন চৌকিদার, বিপুল ব্যাপারী, নির্মল বালা, বার্থী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক অখিল মন্ডলসহ কমপক্ষে ১০জনকে আহত করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী বখাটে যুবক ফয়সাল কবিরাজ, ইব্রাহীম কবিরাজ ও জুয়েল খলিফাকে আটক করে থানায় নিয়ে যায়। রহস্যজনক কারনে গতকাল রবিবার দুপুরে আটককৃত বখাটেদের থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ।