Menu Close

তরুন প্রজন্মকে উৎসাহ দিতে শাহবাগে অধ্যাপক শাহ সাজেদা – দৈনিক শাহনামার বিশেষ ক্রোড়পত্র প্রকাশ

ঢাকা সংবাদদাতা ॥ যুদ্বাপরাধীদের ফাঁসির দাবীতে শাহবাগের গণজোয়ারে তরুন প্রজন্মকে উৎসাহ দিতে রোববার যোগ দেন বরিশালের দৈনিক শাহনামা’র উপদেষ্টা সম্পাদক অধ্যাপক শাহ সাজেদা। বরিশাল বিএম বিশ্ববিদ্যালয় কলেজ মার্কেটিং বিভাগীয় প্রধান ও নারী আন্দোলনের পথিকৃত শাহ সাজেদা। তিনি বিকেল ৪টায় শাহবাগ স্কয়ারে এসে মানবতাবিরোধী যুদ্বাপরাধীদের ফাঁসির দাবীতে তরুন প্রজন্মের মঞ্চে একাত্মতা প্রকাশ করেন। এ সময় তার সাথে ছিলেন শাহনামা সম্পাদক আলহাজ্জ্ব কাজী আবুল কালাম আজাদ ও ঝালকাঠি ব্যুরো প্রধান আহমেদ আবু জাফর, সাংবাদিক বিপুল শীল। এ সময় আন্দোলনকারীদের সাথে জয়বাংলা শ্লোগানে লাখো জনতা রাজাকারদের ফাঁসির দাবীতে মুখরিত হয়ে ওঠে শাহবাগ প্রাঙ্গন।

যুদ্বাপরাধীদের বিচারের দাবী ত্বরান্বিত করতে প্রজন্ম চত্ত্বরের উদ্দেশ্যে উৎসর্গকৃত দৈনিক শাহনামার বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। প্রজন্ম চত্ত্বরের তরুনদের মাঝে এ পত্রিকা বিলি করা হয়।

Related Posts