Menu Close

বরিশালের রাজপথে জনতা দু’জনকে গণধোলাই

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালবাসী জামায়াতের ডাকা সোমবারের হরতাল বয়কট করেছে। সকাল থেকে বরিশাল-ঢাকা মহাসড়কের গুরুতপূর্ণস্থানে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সাথে বিক্ষুব্ধ জনতা অবস্থান নেয়ায় বরিশালের কোথাও জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে রাজপথে দেখা কিংবা পিকেটিংয়ের খবরও পাওয়া যায়নি। তবে নগরীর বিমানবন্দর থানা এলাকায় আল-আমিন নামের একজন ও কাউনিয়া এলাকায় আব্দুল কাইয়ুম নামের আরেকজন শিবির কর্মীকে বিক্ষুব্ধ জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করার খবর পাওয়া গেছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরের একাত্তরের মঞ্চ থেকে রবিবার রাতেই ঘোষণা দেয়া হয়েছিলো বুকের রক্ত দিয়ে হলেও জামায়াত-শিবিরের সকল কর্মকান্ড প্রতিহত করা হবে।