নিজস্ব সংবাদদাতা ॥ দীর্ঘ ২৬ বছর পর বরিশালের ঐতিহ্যবাহী মাহিলাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গনে স্থায়ী ভাবে নির্মিত শহীদ মিনারে এবার ব্যাপক আয়োজনের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হবে। শহীদ মিনারের উদ্বোধন উপলক্ষ্যে কলেজ মাঠে আয়োজন করা হয়েছে তিনদিনব্যাপী একুশে বই মেলা।
কলেজ অধ্যক্ষ মোঃ ফিরোজ ফোরকান আহম্মেদ জানান, ১৯৮৬ সনে মাহিলাড়া ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে গত ২৫ বছর ধরে কলেজ প্রাঙ্গনে অস্থায়ী ভাবে কলাগাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে দিবসটি পালন করা হতো। কলেজ প্রাঙ্গনে স্থায়ীভাবে একটি শহীদ মিনার নির্মানের জন্য কলেজ কর্তৃপক্ষ দীর্ঘদিন থেকে স্থানীয় সাবেক জনপ্রতিনিধিদের কাছে ধর্না দিয়েও ব্যর্থ হয়েছেন। অবশেষে কলেজের নিজস্ব অর্থায়ন ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর আর্থিক সহযোগীতায় কলেজ প্রাঙ্গনে প্রায় চার লক্ষ টাকা ব্যয়ে সুরম্য শহীদ মিনার নির্মান করা হয়েছে। শহীদ মিনার নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। কলেজ মাঠে প্রায় চার লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সুরম্য শহীদ মিনারটি আগামিকাল ২০ ফেব্র“য়ারি সকাল ১১ টায় শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। মাহিলাড়া ইউনিয়নের কেন্দ্রীয় শহীদ মিনার (কলেজ মাঠে) শুভ উদ্বোধন উপলক্ষ্যে ২০, ২১ ও ২২ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী একুশে বই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।