নিজস্ব সংবাদদাতা ॥ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে গতকাল মঙ্গলবার সকালে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সদর উত্তর জেলা বিএনপির আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর সংলগ্ন বিএনপি কার্যালয়ে সম্মুখে সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ-এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সম্পাদক এবায়দুল হক চান, সৈয়দ রফিকুল ইসলাম, নুরুল আলম রাজু প্রমুখ।