আগৈলঝাড়া সংবাদদাতা ॥ সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আগৈলঝাড়া স্বাস্থ্য-কমপ্লেক্সে বিষ পান করায় এক যুবকের মৃত্যু হয়েছে।
জানাগেছে, উজিরপুর উপজেলার সাতলা পটিবাড়ি গ্রামের সন্তোষ হালদারের ছেলে প্রশান্ত হালদার (২০) রহস্য জনক কারণে মঙ্গলবার বিকেলে বিষপান করে। প্রশান্তকে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় পার্শ্ববর্তী আগৈলঝাড়া স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে আসলে অল্প সময়ের ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এবিষয়ে আগৈলঝাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে।