বরিশাল সংবাদদাতা ॥ বাংলাদেশ জমিয়াতুল মোর্দারেছীনের বরিশাল বিভাগীয় সম্মেলন মঙ্গলবার বরিশাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছেলন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন। ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. মুহাম্মদ সাইয়্যেদ শরাফত আলীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের মহাসচিব মাওলানা মোঃ শাব্বীর আহমদ মোমতাজী।
সম্মেলনে বক্তব্য রাখেন জমিয়াতুল মোদাররেছীনের বরিশাল মহানগর সভাপতি মাওলানা মোঃ আবদুর রব, সেক্রেটারি মাওলানা মোঃ নজরুল ইসলাম, বরগুনা জেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস, সেক্রেটারি মাওলানা হারুনুর রশীদ, পটুয়াখালী জেলা সভাপতি মাওলানা আবদুল হান্নান আজিজী, সেক্রেটারি মাওলানা শাহ মোহাম্মদ জিয়াদ, ভোলা জেলা সভাপতি মাওলানা আবদুল খালেক, সেক্রেটারি মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, ঝালকাঠী জেলা সভাপতি মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, সেক্রেটারি মাওলানা আবদুর রশীদ, বরিশাল জেলা সভাপতি মাওলানা আবু সাঈদ কামেল, সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খান ও পিরোজপুর জেলা সেক্রেটারি মাওলানা ফারুক আহমদ। সম্মেলনে বরিশাল বিভাগের ৬ জেলা ও ৪০ উপজেলার সকল মাদ্রাসার প্রধানগন অংশ গ্রহণ করেন।