Menu Close

গৌরনদীতে তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী মাহিলাড়া ডিগ্রি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার-এর শুভ উদ্বোধন ও যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্র“য়ারি উদ্যাপন উপলক্ষ্যে এই প্রথমবারের ন্যায় তিন দিনব্যাপী “একুশে বই মেলা” বুধবার সকালে উদ্বোধন করা হয়েছে। এ মেলা চলবে আগামী ২২ ফেব্র“য়ারি পর্যন্ত।

তিন দিনব্যাপী একুশে বই মেলা উপলক্ষ্যে মাহিলাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গন ও পাশ্ববর্তী এলাকাকে সাজানো হয়েছে নববধূর সাজে। বুধবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী একুশে বই মেলার শুভ উদ্বোধন করেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। মাহিলাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ফিরোজ ফোরকান আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাহিলাড়া কলেজের প্রতিষ্ঠাতা মাওনালা মোঃ আব্দুল ওয়াহেদ, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শহীদ মিনার উদ্বোধন ও একুশে বই মেলা উদ্যাপন কমিটির আহবায়ক সৈকত গুহ পিকলু, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম, প্রবীন আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মনির মিয়া। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, উপজেলা আ’লীগ নেতা রাজু আহম্মেদ হারুন হাওলাদার, আবুল মোল্লা, মামুন মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ আনিসুর রহমান আনিস, মাহিলাড়া কলেজের সহকারী অধ্যাপক মোঃ আলমগীর হোসেন কবিরাজ, শিল্পী ও সাংবাদিক আমিন মোল্লা প্রমুখ।

Related Posts