নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গনের তিন দিনব্যাপী বই মেলার মঞ্চ থেকে গতকাল বুধবার শাহাবাগের প্রজন্ম চত্বরের ঘোষিত কর্মসূচী অনুযায়ী চিঠি উড়িয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকেল চারটা তেরো মিনিটে বেলুনে বেঁধে চিঠি উড়ানোর কর্মসূচী পালন করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একুশে বই মেলা উদ্যাপন কমিটির আহবায়ক সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে কলেজ অধ্যক্ষ মোঃ ফিরোজ ফোরকান আহম্মেদসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ সর্বস্তরের প্রতিবাদী জনতা উপস্থিত ছিলেন। এছাড়াও বরিশাল নগরীর একাত্তর মঞ্চ সহ বিভিন্ন উপজেলায় একই সময় চিঠি উড়িয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।