স্টাফ রিপোর্টার ॥ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরের অগ্নিকন্যাখ্যাত লাকী আক্তারের উত্তাল শ্লোগান এখন বরিশালের অধিকাংশ মোবাইল ফোন গ্রাহকেরা রিং টোন হিসেবে ব্যবহার করছেন। ব্লু-টুথের মাধ্যমে গত দু’দিন থেকে বরিশালের সর্বত্র এ রিং টোন ছড়িয়ে দেয়া হয়েছে। গৌরনদী থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সময় পরিবারের উদ্যোগে লাকী আক্তারের জ্বালো জ্বালো আগুন জ্বালো শ্লোগানটি মোবাইল ফোনের রিং টোন ব্যবহার করায় প্রত্যন্ত গ্রামাঞ্চলের তরুন-যুবকদের আরো জাগিয়ে তুলেছে বলে দাবি করেছেন সচেতন মহল।
আলোকিত সময়ের ব্যাবস্থাপনা সম্পাদক বিশ্বজিত সরকার বিপ্লব জানান, সম্পাদকসহ তাদের পত্রিকার দশজন ষ্টাফ শাহবাগের তরুন প্রজন্মের আন্দোলনে একাত্বতা প্রকাশ করে পাঁচদিন অবস্থান নিয়ে অগ্নিকন্যা লাকী আক্তারসহ অসংখ্য ব্যক্তির শ্লোগান রেকর্ডিং করেন। তিনি অরো জানান, সম্পাদকের নির্দেশে সেসব রেকর্ডিং মোবাইল ফোনের রিং টোন হিসেবে ব্লু-টুথের মাধ্যমে গত দু’দিন থেকে বিভিন্ন স্কুল-কলেজসহ সর্বত্র ফ্রি হিসেবে ছড়িয়ে দেয়া হচ্ছে। মাত্র দু’দিনেই তাদের এ মোবাইল ফোনের রিং টোন বরিশালের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পরেছে। বরিশালের বিশিষ্ট সাংবাদিক বিধান সরকার বলেন, এ প্রজন্মের তরুন মুক্তিযোদ্ধা অগ্নিকন্যা লাকী আক্তারের জ্বালো জ্বালো আগুন জ্বালো শ্লোগানটি মোবাইল ফোনের রিং টোন হিসেবে ব্যবহার করায় প্রত্যন্ত গ্রামাঞ্চলের তরুন-যুবকদের আরো জাগিয়ে তুলেছে। ফলশ্রুতিতে গত দু’দিন থেকে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরের একাত্তর মঞ্চে তরুনদের উপস্থিতি আরো বেড়ে গেছে বলেও তিনি উল্লেখ্য করেন।