Menu Close

আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে গৌরনদীতে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা ॥ আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে গতকাল (বৃহস্পতিবার) সকালে  বরিশালের গৌরনদীর কাশেমাবাদ ছিদ্দিকিয়া কামিল (এম এ) মাদরাসায় তাহফীজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কেন্দ্রিয় মুক্তিযোদ্ধা সংহতি পরষদের সমবায় সচিব  ও সমাজ সেবক মুক্তিযোদ্ধা তালুকদার ওমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশেমাবাদ দরবার শরীফের পীর এ কামেল মাওঃ আ,ফ,ম অহিদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মাওলানা আঃ ওয়াহেদ,  কাশেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ মোঃ কামেল।

উল্লেখ্য ভাষা শহীদদের স্মরণে আয়োজিত কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে কাশেমাবাদ হাফেজিয়া মাদ্রাসার  ৫০ জন হাফেজ অংশ নেন। এর মধ্যে ৫ জন বিজয়ীদের মাঝে ১ম স্থান অধিকারীকে নগদ ১০ হাজার, ২য় স্থান অধিকারীকে নগদ  ৫ হাজার, ৩য় স্থান অধিকারীকে ২ হাজার ও অন্যান্যদেরকে এক হাজার টাকা করে পুরুস্কার প্রদান করা হয়।

Related Posts