বরিশাল সংবাদদাতা ॥ বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশে’র প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার পুস্পস্তবক অর্পন করেন সিটি মেয়র শওকত হোসেন হিরন, সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস, এরপর পর্যায়ক্রমে শহীদ মিনারে পু®প অর্পন করেন বিভাগীয় কমিশনার নূরুল আমিন ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্র্টি, জাতীয় পার্টি (জেপি), বরিশাল প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল বিশ্ববিদ্যালয়, আমর্ড পুলিশ ব্যাটলিয়ানের অধিনায়ক, আরআরএফ কমান্ডেড ও বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দসহ বিভিন্ন সংগঠন।
গতকাল বৃহস্পতিবার সূর্য্য ওঠার সাথে সাথে পুনরায় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পনের লক্ষ্যে হাজারো মানুষের ঢল নামে। মহানগর বিএনপি’র সভাপতি সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার দলীয় নেতাকর্মীদের নিয়ে র্যালী সহকারে শহীদ বেদীতে পুষ্প স্তবক অর্পন করেন।
অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে সূর্য্যদয়ের সাথে সাথে সরকারী, আধা সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত করা হয়।
দিবসটি উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগের রাতে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করে জাতীয় পার্টি (জেপি)।