নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের এক এইচএসসি পরীক্ষার্থীকে জবাই করে হত্যা করেছে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা। বৃহস্পতিবার রাতে নিহত কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে শুক্রবার সকালে বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করে।
পুলিশ জানায়, পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের শহিদ মীরার পুত্র ও কবাই ইসলামিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী এনায়েত মীর (১৮) তার মামা মাছুয়াখালী গ্রামের আজিজুল বয়াতীর বাড়িতে থেকে লেখাপড়া করতো। বুধবার সন্ধ্যার পর এনায়েত রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। বৃহস্পতিবার রাত আটটার দিকে মাছুয়াখালী ভাড়নী নদীতে স্থানীয়রা কলেজ ছাত্রের লাশ দেখে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে নিহতের মা মাহফুজা বেগম বাদি হয়ে ছয়জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে এজাহারভূক্ত আসামি শিপনকে আটক করেছে।