নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী পৌর এলাকার গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান শনিবার বিকেলে সম্পন্ন হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। সাংস্কৃতি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী থানার চৌকস অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম।
বক্তব্য রাখেন গৌরনদী থানার উপ-পুলিশ পরিদর্শক সোলায়মান মাহমুদ, সহকারি উপ-পুলিশ পরিদর্শক মোঃ তোফাজেল হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য শরীফ মোঃ জামাল, খোকন আহম্মেদ হীরা, মোঃ নুরজামাল সরদার, মোঃ লাল মিয়া সরদার, আ’লীগ নেতা গোলাম হেলাল মিয়া, মোঃ হানিফ বেপারী, সমাজ সেবক জি.এম আলাউদ্দিন, শিক্ষক মোঃ আজাহার উদ্দিন, ইদ্রিস আলী তালুকদার, মোঃ আজিজুল হক, হিরন নেছা, বিভা রানী মন্ডল, শিল্পী মন্ডল প্রমুখ।