আহত বি.এম কলেজ ছাত্রের করুন মৃত্যু

আহমেদ জালাল, বরিশাল ॥ সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত ব্রজমোহন কলেজন (বিএম) ছাত্র মামুন মারা গেছে। শুক্রবার তাকে ঢাকায় নেয়ার পর রাতেই চিকিৎসা দেয়া হয়। কিন্তু তার এতটাই রক্তক্ষরন হয়েছিল যে তাকে আর বাঁচানো যায়নি। মস্তিস্কের আঘাতটিও ছিল গুরুতর। শনিবার রাতের প্রথম প্রহরেই অর্থাৎ রাত ১টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে কলেজ ছাত্র।

উল্লেখ্য, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মামার বাসা থেকে দুপুরের ভাত খেয়ে বি.এম কলেজের দিকে যাচ্ছিল বি.এম কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের পরীক্ষার্থী মোঃ মামুন(২১)। ঢাকা-বরিশাল মহাসড়কের শিক্ষাবোর্ড সংলগ্ন সড়কের পাশে সাইকেল চালানো অবস্থায় তাকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে সুগন্ধা পরিবহনের একটি দ্রুতগামী বাস। ঘটনাস্থলেই তার শরীর ও মাথা মারাত্মক থেতলে যায়, সেই সাথে প্রচুর রক্তক্ষরন হতে থাকে। এলাকাবাসী ও পথচারীদের সহযোগিতায় তাকে প্রাথমিক অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা সংকটাপন্ন দেখে মামুনকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেন। অত:পর মামুনকে নিয়ে একটি এ্যম্বুলেন্স শুক্রবার সন্ধ্যাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। মামুনের মৃত্যুতে তার সহপাঠি সহ ব্রজমোহন কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।