নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদীর কাশেমাবাদ দরবার শরীফে ৩ দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠান ২২ ফেব্রুযারী (শুক্রবার) সমাপ্ত হয়েছে। কাশেমাবাদ দরবার শরীফের মরহুম পীর সাহেব কেবলার ৩৮ তম ফাতেহা ও কাশেমাবাদ ছদ্দিকিয়া কামিল মাদ্রসার ৮২ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদীর পৌর মেয়র মোঃ হারিসুর রহমান।
কাশেমাবাদ দরবার শরীফের পীর সাহেব কেবলা মাওলানা আ, ফ,ম অহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিল অনুষ্ঠানে ওয়াজ নসিহত করেন মাওলানা কাওছার হামিদী, মাওলানা মুফতি ইব্রাহিম বিন শরীফ, মাওলানা মহিবুল্লাহ সিদ্দিকী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবুল বশার মোঃ আব্দুর রহিমসহ অন্যান্য ওলামা বৃন্দ। পীর সাহেব কেবলা মাওলানা আ, ফ,ম অহিদ আখেরী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।