Menu Close

জামায়েত শিবিরের তান্ডব ও নৈরাজ্যের প্রতিবাদে বাকেরগঞ্জে আওয়ামীলীগের বিক্ষোভ-সমাবেশ

বাকেরগঞ্জ সংবাদদাতা ॥ বরিশালের বাকেরগঞ্জে উপজেলা আওয়ামীলীগ ও ১৪ দলের উদ্যোগে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে জামায়েত শিবিরের তান্ডব ও নৈরাজ্যের প্রতিবাদে এবং যুদ্বাপরাধীদের ফাঁসির দাবীতে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশ করে। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মানিক হোসেন মোল্লা, যুগ্ন-সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন, প্রচার সম্পাদক নিয়ামত আব্দুল্লাহ্ পলাশ, পৌর আওয়ামীলীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, সাধারণ সম্পাদক মাসুদ আকন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোখলেচুর রহমান, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান আসাদ, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সেন্টু, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান রিপন, সহ-সভাপতি সাজ্জাদুর ইসলাম খাজা, সাংগঠনিক সম্পাদক খান আবুল কালাম, রাসেদ রাহান জুয়েল, দপ্তর সম্পাদক দীন মোহাম্মাদ দীনু, পৌর ছাত্রলীগ সভাপতি কাওছার হোসেন, সাধারণ সম্পাদক তুষার দেবনাথ, কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ মহিদুল ইসলাম মিরাজ, সহ-সভাপতি এস.এম দেলোয়ার, সাধারণ সম্পাদক মুফিকুর রহমান দোলন প্রমুখ।

Related Posts