নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদীতে নারী ও শিশুদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ও দায়িত্ব আনায়নে রবিবার বিকেলে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা কনসানর্ড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি)’র উদ্যোগে চাঁদশী ইউনিয়ন পরিষদের নবনির্মিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এডভোকেসী সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত পুলিশের সাব-ইনেসপেক্টর সৈয়দ গোলাম রহমান মিনু। বক্তব্য রাখেন সিডব্লিউএফডি’র বরিশাল জেলা টিমলিডার শাহীন আলম, প্রোগ্রাম সুপারভাইজার কুলসুম বেগম বিউটি, কমিনিউটি অফিসার মিল্টন টিটু, লায়লা আক্তার, উপজেলা যুবলীগ নেতা কাজী আমির হোসেন, ইউপি সদস্য জোৎসনা বেগম, কাজী গিয়াস উদ্দিন বাবুল, কাজী জলিল, সাবেক ইউপি সদস্য মাকসুদ হাসান লাকি, সমাজ সেবক ডাঃ বিনয় চক্রবর্তী, ফিরোজ সিকদার প্রমূখ।