গৌরনদী অফিস ॥ পিলখানা ট্রাজেডিতে নিহত কর্ণেল জাহিদ হোসেন চপল ও মেজর কাজী আশরাফের চতুর্থ মৃত্যুবার্ষিকী সোমবার। এ উপলক্ষ্যে কর্ণেল জাহিদ হোসেন চপলের বরিশালের আগৈলঝাড়া উপজেলার চাঁত্রিশিরা গ্রামের বাড়িতে ও একই উপজেলার বেলুহার গ্রামের মেজর কাজী আশরাফের বাড়িতে পারিবারিক উদ্যোগে দিনভর কোরানখানি ও দুপুরে দোয়া-মিলাদের আয়োজন করা হবে।