নিজস্ব সংবাদদাতা ॥ নিজের ইজ্জত বাঁচাতে বখাটে যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করে বিপাকে পড়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও উল্টো বখাটের পরিবার পাল্টা মামলা দায়ের করে ওই গৃহবধূসহ তার নিকট আত্মীয়-স্বজনদের হয়রানী শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের নাজিরপুর শংকরপাশা গ্রামের।
ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবর আলী খানের স্ত্রী কুলসুম বেগম জানান, তাকে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিলো প্রতিবেশী খালেক শরীফের পুত্র বখাটে নজরুল শরীফ। গত ২০ ফেব্র“য়ারি দিবাগত রাত সাড়ে বারোটার দিকে কৌশলে বখাটে নজরুল ঘরে প্রবেশ করে জোড়পূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় আত্মরক্ষার্থে কুলসুম ঘরে থাকা দা দিয়ে বখাটে নজরুলকে এলোপাথারী কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনার পরের দিন গৃহবধূ কুলসুম বাদি হয়ে বখাটে নজরুল শরীফের বিরুদ্ধে গৌরনদী থানায় শ¬ীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেন। গৃহবধূ অভিযোগ করেন, এ মামলা থেকে রেহাই পেতে পাল্টা তার ও মামলার স্বাক্ষীদের বিরুদ্ধে শনিবার রাতে থানায় মিথ্যে অভিযোগ এনে মামলা দায়ের করেছে নজরুলের পরিবার। পুলিশ ওই মামলায় তাদের হয়রানি শুরু করেছে বলেও কুলসুম বেগম উলে¬খ করেন।