নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের তেঁতুলিয়া নদী থেকে একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা আটক করেছে কোষ্টগার্ডের সদস্যরা। রবিবার রাতে চরফ্যাসন থেকে ঢাকাগামী লঞ্চ এমভি গাজী-৪ লঞ্চে অভিযান চালিয়ে এ জাটকা আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এমভি গাজী-৪ তেঁতুলিয়া নদীতে পৌঁছলে অভিযান চালিয়ে লঞ্চ থেকে ৩০ মণ জাটকা উদ্ধার করা হয়। ওই জাটকার কেউ মালিক দাবি না করায় কাউকে আটক করা যায়নি। গতকাল সোমবার সকালে উদ্ধারকৃত জাটকা নগরীর এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।