নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার অশোকসেন গ্রামে পানিতে ডুবে নাহিদা আক্তার শাম্মী নামের দু’বছরের এক শিশু কন্যা মারা গেছে।
জানা গেছে, ওই গ্রামের মনির মোল্লার শিশু কন্যা পরিবারের সবার অজান্তে খেলার ছলে রবিবার সন্ধ্যায় বাড়ির পুকুরে পরে যায়। অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজনে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।