নিজস্ব সংবাদদাতা ॥ আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার ও আমার দেশ পত্রিকা বন্ধের দাবিতে বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেছেন একাত্তরের চেতনায় উদ্বুদ্ধ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তারা।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম তালুকদারের কাছে আগৈলঝাড়ার গণজাগরণ মঞ্চের নির্বাহী সমন্বয়ক শোয়েব ইমতিয়াজ লিমনের নেতৃত্বে এ স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে নেতৃবৃন্দরা উল্লেখ করেন, বিভিন্ন মিথ্যা সংবাদ পরিবেশনের মাধ্যমে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের উস্কে দেয়াসহ শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার ও পত্রিকার ডিক্লারেশন বন্ধ করার দাবি করা হয়। যতোদিন পর্যন্ত স্বাধীনতাবিরোধীমনা পত্রিকাটির ডিক্লারেশন বন্ধ করা না হয় ততোদিন সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে আমার দেশ পত্রিকা বর্জনের জন্যও আহবান করা হয়েছে। স্মারকলিপি প্রদানের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি রুবেল মুন্সি, লিটু তালুকদার প্রমূখ।