নিজস্ব সংবাদদাতা ॥ আমি ৭/৮ মাস যাবত পঙ্গু হয়ে ঘরে পরে আছি। টাকার অভাবে চিকিৎসা চলছেনা। অনেকের কাছে সাহায্যের জন্য হাত পেতেছি ,কিন্তু কেউ আমার দিকে ফিরেও তাকায়নি। কথাগুলো বলতে বলতে হাউ মাউ করে কেঁদে ফেললেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা আঃ ওহাব পাইক (৭৫)। অভাবের তাড়নায় বাড়ী ঘর বিক্রি করে দিয়েছেন। নিরুপায় হয়ে বসবাস করছেন অণ্যের পরিত্যাক্ত একটি গরুর ঘরে। স্ত্রী ও অসুস্থ, বড় ছেলে রিক্সা চালিয়ে কোন মতে সংসার চালায়। গৌরনদীর পৌরসভার টিকাশার মহল্লায় ওহাব পাইকের বাড়ী । ছোট বয়স থেকে তিনি ছিলেন সংগীতমনা। বিভিন্ন যাত্রাদলে অভিনয় করেছেন তিনি। স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের বাশীবাদক হসেবে তিনি করেছেন। সংগীত শিল্পী হাসান ইমাম, সঞ্চিতা খাতুনসহ বহু শিল্পীর সাথে কাজ করেছেন তিনি। এছাড়া বুলবুল ললিতকলা একাডেমিতে ও কাজ করেছেন দীর্ঘদিন যাবত। স্বাধীনতা যুদ্ধ চলাকালিন তিনি গৌরনদীর নিজাম বাহিনীতে যোগ দিয়ে মুক্তিযুদ্ধে স্বক্রিয়ভাবে অংশ গ্রহন করেন। গত ৬ মাস আগে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে তিনি পঙ্গুত্ব বরন করেন। বাঁচার তাগিদে অসহয় ওহাব আলী সকলের সহযোগিতা চান।