নিজস্ব সংবাদদাতা ॥ কাল্বভূক্ত বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী মাহিলাড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চতুর্থ বার্ষিক সাধারন সভা গতকাল বুধবার সকালে নলচিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্টিত হয়েছে। ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ বাদশা ফকিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। বিশেষ অতিথি ছিলেন নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ শেরশাহ ফকির, সাবেক ইউপি চেয়ারম্যান জি.এম হারুন মৃধা, কাল্বের জেলা শাখার চেয়ারম্যান মোঃ রিয়াদ হোসেন। বক্তব্য রাখেন মোঃ কামরুজ্জামান, রফিকুল ইসলাম, মহিউদ্দিন খান, আরিফ হোসেন, হালিমা বেগম, আব্দুল মতিন প্রমূখ।