নিজস্ব সংবাদদাতা ॥ রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়ে বরিশালের সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া মিথ্যে মামলায় তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়ায় বুধবার এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। বার্থী ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে বার্থী বাজার, রাজাপুর বাজারসহ বিভিন্ন বাজারে চল্লিশ কেজি বিতরণ করা হয়। একজন ছাত্রলীগ নেতার প্রতি দলের তৃনমূল পর্যায়ের নেতা-কর্মীদের এ অকুন্ঠ ভালবাসার বর্হিঃপ্রকাশের বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।