নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল কোর্ট রিপোর্টারস্ এ্যাসোসিয়েশনের কমিটি গঠন উপলক্ষ্যে জেলা আইনজীবি সমিতির মিলনায়তনে মঙ্গলবার বিকেলে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ওইদিন রাতেই কন্ঠ ভোটের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কমিটির নেতৃবৃন্দরা হলেন-সাইফ আমীন (বরিশাল প্রতিদিন) সভাপতি, অপু রায় (দৈনিক মতবাদ) সাধারন সম্পাদক, সহসভাপতি জিয়া বাবু (মতবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ পান্নু (পরিবর্তন), সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান (কলমের কন্ঠ) দপ্তর ও প্রচার সম্পাদক এম. আরিফুল ইসলাম (আজকের বার্তা), অর্থ সম্পাদক হুমায়ুন কবির রোকন (শাহনামা), ক্রীড়া সম্পাদক এস.এম শাওন (ভোরের অঙ্গিকার), কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ বাবু (ভোরের আলো), শফিক শাহিন (বাংলার বনে), এম.ডি মাসুম বিল্লাহ (শাহনামা), মোঃ আনিসুর রহমান (বরিশাল প্রতিদিন), জুয়েল মাহমুদ (মতবাদ), কে.এম উজ্জল (পরিবর্তন), এম. লোকমান (বরিশাল প্রতিদিন), মীর সাদাফ তানিম (ভোরের আলো), পারভেজ সরদার (আজকের বরিশাল), পারভেজ রাসেল (সত্য সংবাদ), শাহাদাত হোসেন (বরিশাল বার্তা) ও মাহবুবুর রহমান (কলমের কন্ঠ)।