Menu Close

বরিশালে সন্তান হত্যার অভিযোগে মা রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের মেহেন্দিগঞ্জে পরকীয়া প্রেমের ঘটনা চাঁপা দিতে নিজ সন্তান হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া মা কনা বেগমকে বৃহস্পতিবার সকালে দু’দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ মাসুদুর রহমান বুধবার এ রিমান্ডের আদেশ দিয়েছিলেন।

পুলিশ জানায়, গত ২১ ফেব্র“য়ারি মেহেন্দিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের লকিতুল্লাহ দুয়ারীর ১১ বছর বয়সের সন্তান রনির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। শিশু রনি আত্মহত্যা করেছে বলে তার মা এলাকায় প্রচার করে। পরেরদিন (২২ ফেব্র“য়ারি) লকিতুল্লাহ দুয়ারী তার সন্তানকে হত্যা করার  অভিযোগ এনে স্ত্রী কনা বেগমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, দীর্ঘদিন থেকে কনা বেগম পরকীয়ায় আসক্ত ছিলেন। ঘটনার দিন পরকীয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় পুত্র রনিকে হত্যা করে আত্মহত্যার কথা রটিয়ে দেয়া হয়। পুলিশ মামলার পরিপ্রেক্ষিতে কনা বেগমকে গ্রেফতার করে। এরইমধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই অসিম কুমার বিশ্বাস বুধবার আদালতের কাছে কনা বেগমের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালতের বিচারক কনা বেগমের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Related Posts