নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল নগরীর কাজীপাড়া এলাকায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক ওয়ারেন্ট অফিসারের বাসায় বুধবার গভীর রাতে দুর্র্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতরা নগদ দেড় লক্ষ টাকা, ২৫ ভরি স্বর্ণালংকারসহ একটি মাইক্রোবাস লুটে নিয়েছে।
গতকাল বৃহস্পতিবার ভোরে ঘটনান্থল পরিদর্শন করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আতিকুর রহমান জানান, কাজীপাড়া এলাকার খান ম্যানসনের এক তলা ভবনে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের আটকের জন্য ইতোমধ্যে পুলিশের অভিযান শুরু হয়েছে। সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আবু বক্কর সিদ্দিক খান জানান, রাত তিনটার দিকে মুখোশধারী ৮/১০ জনের একটি ডাকাত দল বারান্দার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে তাকে ও তার পরিবারের সদস্যদের জিম্মী করে তাদের হাত, পা বেঁধে ফেলে। পরে তারা বাসায় থাকা সকল মালামাল তছনছ করে আলমিরা ভেঙ্গে নগদ দেড় লক্ষ টাকা, ২৫ ভরি স্বর্ণালংকার ও নোহা কোম্পানীর একটি মাইক্রোবাস (ঢাকা চ-১৩-৮৫৭০) লুট করে নিয়ে যায়।