বরিশাল সংবাদদাতা ॥ ভাংচুর ও অগ্নিসংযোগ মধ্যে দিয়ে বরিশালে পালিত হয়েছে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় নগরীর আবহাওয়া অফিস এলাকায় সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে পিকেটাররা। এক পর্যায়ে তারা গাছে ও টায়ারে অগ্নিসংযোগ করে। এসময় একটি ট্রাকে ভাংচুর করে পিকেটারা। একই সময় সিএ্যান্ডবি রোড সদর উপজেলা চত্ত্বরের সম্মুখে টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধের চেষ্টা করে হরতালকারীরা। পুলিশ উপস্থিত হলে হরতালকারীরা পালিয়ে যায়। ভোর পৌনে ৬টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর হাই স্কুল এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় শিবির কর্মীরা। এছাড়া নগরীর নবগ্রাম রোড ও নাজিরের পুল এলাকায় হরতালের সমর্থনে মিছিলের খবর পাওয়া গেছে। ভোর ৬টায় বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর হাই স্কুল সংলগ্ন এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় শিবির কর্মীরা। একই সময় সাগরদী এলাকায় ১টি বাসের ভাংচুর করে পিকেটাররা। এছাড়া নগরীর সিএন্ডবি রোড, নবগ্রাম রোড নাজিরের পুল, লঞ্চ ঘাট ও বটতল এলাকায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করে মিছিল করে জামায়াত-শিবির কর্মীরা। এর আগে বুধবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউট এর সামনে ট্রাক ও অটো রিক্সায় ভাংচুর চালায় শিবির কর্মীরা। এসময় ছাত্রলীগের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।