বরিশালে ভয়াবহ অগ্নিকান্ডে নয়টি বসত ঘর ভস্মিভূত ॥ ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি ভাংচুর

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব জয়শ্রী গ্রামে বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ অগ্নিকান্ডে নয়টি বসত ঘর ভস্মিভূত হয়েছে। এতে কমপক্ষে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসাতে বিলম্ব হওয়ার অজুহাতে বিক্ষুব্ধ এলাকাবাসী হামলা চালিয়ে দু’টি গাড়ি ভাংচুর করেছে।

জানা গেছে, ওই গ্রামের দেলোয়ার হোসেনের রান্না ঘর থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সর্বত্র ছড়িয়ে পরে। অগ্নিকান্ডে দেলোয়ার হোসেন, ইসমাইল হোসেন, করিম হাওলাদার, মুজাহার হাওলাদার, আব্দুল খালেক, জামাল উদ্দিন, সৈজদ্দিন হাওলাদার, খলিলুর রহমান ও শাহ আলম হাওলাদারের বসত ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়। স্থানীয়রা দেড় ঘন্টা আপ্রান চেষ্টা চালিয়ে বিকেল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনেন। খবর পেয়ে গৌরনদী ও উজিরপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে বিলম্বের অজুহাতে বিক্ষুব্ধ গ্রামবাসী ফায়ার সার্ভিসের দু’টি গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।