নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে জামায়াত-পুলিশ ও এলাকাবাসীর মধ্যে তুমুল সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১৭ রাউন্ড ফাঁকা গুলি ও ২ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে।
জানা গেছে, দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষনার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে জামায়াত-শিবিরের জঙ্গী ক্যাডররা উজিরপুরের বামরাইল এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ মিছিলে বাঁধা দেয়ার পর জামায়াত-শিবির ক্যাডররা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এসময় পুলিশের সাথে এলাকার নারী ও পুরুষ একত্রিত হয়ে জামায়াত-শিবির কর্মীদের ধাওয়া করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১৭ রাউন্ড গুলি ও ২ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এতে কমপক্ষে ২০ জন শিবির-কর্মী আহত হয়েছে।