নিজস্ব সংবাদদাতা ॥ রাস্তার ওপর মোটর সাইকেল রাখার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকালে বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর তুলাতলা বাজারে খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আরজ আলী সরদার ও সৌদি প্রবাসী হায়দার তালুকদার মধ্যে হামলা পাল্টাহামলা ও সংঘর্ষে উভয় পক্ষেও ৩ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য মোঃ আরজ আলী সরদার মোটর সাইকেল যোগে গতকাল বৃহস্পতিবার বিকালে কমলাপুর তুলাতলা বাজারে তার নির্মাণাধীন ভবনের কাজ দেখতে যান। সে রাস্তার ওপর মোটর সাইকেল রেখে নির্মাণাধীন ভবনের ভেতরে ঢোকেন। এ সময় সেখান দিয়ে কমলাপুর গ্রামের সৌদি প্রবাসী হায়দার তালুকদার মোটর সাইকেল নিয়ে যাবার সময় মোটর সাইকেল পাকিংকারীকে গালাগাল দেয়। এ নিয়ে ইউপি সদস্য আরজ আলী সরদারের সাথে প্রবাসী হায়দারের বাকবিতন্ডা বাঁধে। এক পর্যায়ে আ’লীগের নেতা আরজ আলী ক্ষিপ্ত হয়ে প্রবাসী হায়দারকে চড় মারে। তখন হায়দারের বড় ভাই সৌদি প্রবাসী লোকমান তালুকদার পাল্টাহামলা চাললে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ইউপি সদস্য আরজ আলী সরদার (৫০), সৌদি প্রবাসী লোকমান তালুকদার (৪৫), অপর সৌদি প্রবাসী হায়দার তালুকদার (৩৫) আহত হয়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইউপি সদস্য মোঃ আরজ আলী সরদার অভিযোগ করেন, হায়দার তালুকদারের দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় তাকে মারধর করে। চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সৌদি প্রবাসী হায়দার তালুকদার বলেন, আমরা তিন ভাই দীর্ঘ একযুগ ধরে সৌদিতে প্লাস্টিক কারখানা দিয়ে ব্যবসা করে আসছি। নিজস্ব তিনটি ট্রাকে ওই মালামাল বহন করি। আমরা দুই ভাই ছুটিতে বাড়ি এসেচি একমাস আগে।