শাহীন হাসান, বরিশাল ॥ জামাতের নায়েবে আমীর দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষনার পরপরই বরিশালের উজিরপুরে জামাত-পুলিশ সংঘর্ষেন ঘটনায় ৩’শ জনের নামে মামলা করেছে পুলিশ। পুলিশের এসআই লুৎফর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এ মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলা জামাতের আমীর মো: কাওসারসহ ১২ জনকে নামধারীসহ অজ্ঞাত ৩’শ জনকে আসামী করা হয়। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ঃ আনোয়ার হোসেন জানান, আসামীদের গ্রেফতার অভিযান চলছে।
সাঈদীর ফাঁসির রায় ঘোষনার পরপরই বৃস্পতিবার বিকেলে উপজেলার বামরাইলের একটি মসজিতে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করলে জামাত শিবির পুলিশ ও এলাকাবাসীর ত্রি-মুখী সংঘর্ষে জামাতের ১২ নেকাতর্মি আহত হয়। এছাড়া হাসান হাওলাদার নামের এক শিবির কর্মি গুলিবিদ্ধ হয়। পুলিশ মিছিলকারীদের লক্ষ্য করে ১৭ রাউন্ড গুলি ও ২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ কওে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।