Menu Close

বরিশালে কনসার্টের নামে কোটি টাকা আত্মসাত – গাঁ ঢাকা দিয়েছে আয়োজকেরা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের আহবানে আয়োজিত কনসার্টের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আয়োজকরা কনসার্ট না করেই টাকা আত্মসাত করে গাঁ ঢাকা দিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বরিশাল নগরীসহ সমগ্র দক্ষিণাঞ্চলে দশ দিনব্যাপী স্থানীয় ক্যাবল টিভিসহ নগরী জুড়ে দেশের স্বনামধন্য শিল্পী ও সংসদ সদস্য মমতাজ, ক্ষুদে গান রাজ আশা, ব্যান্ড গ্র“প লালন, ক্লোজআপ ওয়ানের তারকা রিংকুসহ নামিদামী শিল্পীদের ছবি সংবলিত রং বেরংঙ্গের ব্যাপক পোস্টারিং, ফেস্টুন ঝুলিয়ে ও মাইকিংয়ের মাধ্যমে শুক্রবার (১ মার্চ) রাতে বরিশাল স্টেডিয়ামে কনসার্টের আয়োজনের ঘোষণা করা হয়। বরিশালের বিভিন্নস্থানে প্রায় অর্ধশতাধিক স্পটে কনসার্টের টিকিটও বিক্রি করা হয়েছে। যার মূল্য নির্ধারন করা হয়েছিলো গ্যালারীতে ১’শ টাকা, মাঠে ১৫০ টাকা ও ভিআইপি টিকিটের মূল্য করা হয় ৩’শ টাকা। এ কনসার্টকে ঘিরে বরিশাল নগরীসহ পাশ্ববর্তী জেলা ও উপজেলার  তরুন-তরুনীর মাঝে আনন্দ-উল্লাসের জোয়ার বয়ে যায়। নির্ধারিত সময় অনুযায়ী ক্রমেই বরিশাল স্টেডিয়ামে বাড়তে থাকে টিকেট ক্রয়কারী দশনার্থীদের ভীড়। অবশেষে প্রতারনার ফাঁদে পরে সকল দর্শকেরা ফিরে গেছেন নিরাস হয়ে। সেভেন্টি ওয়ান আয়োজকদের অজুহাত শুধু হরতালের কারনে সাউন্ড সিস্টেম ও শিল্পীরা আসতে পারেনি। যারফলে বরিশালবাসী পরেছে প্রতারনার ফাঁদে। অসংখ্য দর্শকেরা জানিয়েছেন, কনসার্টের জন্য প্রায় দেড় লক্ষাধিক টিকিট বিক্রি করা হয়েছে। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় দেড় থেকে ২ কোটি টাকা। আর এ টাকা হাতিয়ে নিয়ে আয়োজকরা গাঁ ডাকা দিয়েছেন। কনসার্টের ইভেন্ট ম্যানেজমেন্টের দ্বায়িত্বে থাকা এনামুল কবির কনসার্ট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোন উত্তর দিতে রাজি হয়নি।

Related Posts