নিজস্ব সংবাদদাতা ॥ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বরিশাল জেলা আ’লীগের সভাপতি ও জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ বলেছেন-১৯৭১ সনে জামায়াতের শীর্ষ নেতারা (বর্তমানে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত) পাকিস্তানী নরপশুদের হাতে হাত মিলিয়েও বাংলার দামাল ছেলেদের দাবিয়ে রাখতে পারেনি, ইনশ্আল্লাহ ২০১৩ সনেও ওইসব জামায়াতী জঙ্গী রাজাকারদের মদদ দাতাদের নিয়েও বর্তমান তরুন প্রজন্মকে দাবিয়ে রাখতে পারবেনা। তরুনদের বিজয় হবেই। সে সময় জামায়াতীরা যেমন হিন্দু সম্প্রদায়ের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছিলো, আজো আবার সেই একই রকম নির্যাতন শুরু করেছে। তাদের সকল নাশকতা কঠোর হস্তে দমন করতে হবে। এজন্য তরুন প্রজন্মের পাশে সর্বস্তরের জনগনকে প্রহরী হয়ে কাজ করতে হবে।
গতকাল শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী এলাকার বোরাদী গরঙ্গল গ্রামের সার্বজনীন দূর্গা মন্দিরে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ মন্দির পরিদর্শন করেন। শেষে স্থানীয় সংখ্যালঘু পরিবারদের শান্তনা দিতে গিয়ে উপস্থিতিদের উদ্দেশ্যে আবুল হাসানাত আব্দুল্লাহ উল্লেখিত কথাগুলো বলেছেন। এসময় অন্যান্যদের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন, স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, নলচিড়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, সাবেক চেয়ারম্যান সেকান্দার মৃধা উপস্থিত ছিলেন। একইদিন বিকেলে বরিশাল জেলা পুলিশ সুপার এ.কে.এম এহসান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়রা জামায়াত-শিবিরের জঙ্গী ক্যাডারদের দায়ি করেছেন।