নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে জামায়াতের আমীরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে ও শুক্রবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- পূর্ব জেলা জামায়াতের আমীর আব্দুস জব্বার, গৌরনদী উপজেলা জামায়াতের রোকন মাওলানা আব্দুস সালাম, জামায়াত নেতা ও বানারীপাড়া বন্দর বাজার জামে মসজিদের পেশ ইমাম অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুদ্দীন হেলালী চাঁদপুরী এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার ছাত্র শিবিরে সাবেক সভাপতি ডাঃ মোঃ সজীব হোসেন। পুলিশ জানায়, নাশকতা কর্মকান্ড চালানোর পরিকল্পনার অভিযোগে উল্লেখিতদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।