Menu Close

বরিশালে বাস চাঁপায় বৃদ্ধা নিহত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের রহমতপুর এলাকায় গতকাল শনিবার সকালে বাস চাঁপায় মালেকা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত মালেকা উপজেলার প্রতাপপুর গ্রামের মোবারক আলীর স্ত্রী। তাকে চাঁপা দিয়ে বাসটি খাদে পড়ে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়।
পুলিশ জানায়, বরিশাল থেকে ঢাকাগামী সোনারতরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস রহমতপুর সাতমাইল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে স্বজোরে ধাক্কা লাগে। এসময় পথচারী বৃদ্ধা মালেকা বাস চাঁপা ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী আধাঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

Related Posts