Menu Close

বরিশালের শিক্ষার্থীদের আহবান ঘরে বসে থাকার সময় নেই

নিজস্ব সংবাদদাতা ॥ শাহাবাগের গণজাগরণ মঞ্চ থেকে ঘোষিত কর্মসূচী শনিবার বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে পালিত হয়েছে। সকাল এগারোটা থেকে বেলা বারোটা পর্যন্ত নগরীর বি.এম কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়, গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়সহ দক্ষিণাঞ্চলের প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে কর্মসূচী শুরু করে। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মাহিলাড়ায় অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের গৌরনদী উপজেলা শাখার আহবায়ক সৈকত গুহ পিকলু  সকল তরুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। সমাবেশ থেকে সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় ঘোষণা ও দ্রুত কার্যকরের দাবি এবং জামায়াত-শিবিরের সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ড বন্ধের দাবি জানানো হয়। শেষে শিক্ষার্থীরা যুদ্ধাপরাধীদের পক্ষালম্বনকারীদের প্রতিহতের ঘোষণা দিয়ে শপথ গ্রহন করেন।

Related Posts