নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়ায় রবিবার সকাল দশটায় হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর নেতৃত্বে বরিশাল-ঢাকা মহাসড়কের মাহিলাড়া নামক এলাকায় তরুন প্রজন্ম ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিক্ষোভ মিছিল বের করা হয়। শেষে মাহিলাড়া ডিগ্রি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশের গণজাগরণ মঞ্চে জামায়াত-শিবির ও বিএনপির ডাকা হরতাল প্রত্যাখান করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।